অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম - Southeast Asia Journal

অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতামূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আয়োজিত ‘ইন্দো প্যাসিফিক এন্ডেভার ২০২৩’ এর অংশ হিসেবে গত ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের সেনা, নৌ এবং বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল বাংলাদেশে আগমন করেন।

উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে গত ২৬ সেপ্টেম্বর শুরু হয় ‘ইন্দো প্যাসিফিক এন্ডেভার ২০২৩।

এদিন আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচটি অবলোকন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার ছাড়াও বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের এয়ার কমোডর ম্যাককরমাক উপস্থিত ছিলেন।

খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স ফুটবল দলকে ৫-০ গোলে পরাজিত করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দল এবং ঢাকা সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইন্দো-প্যাসিফিক এনডেভার-২০২৩ এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে। এই খেলায় দুই দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে গত ২৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ডিফেন্স ফোর্স প্রতিনিধি দল সশস্ত্র বাহিনী বিভাগের ব্রিগেডিয়ার হাসান মাহমুদ মাসীহুর রহমান (ডাইরেক্টর জেনারেল, অপস্ এ্যান্ড প্ল্যান) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়াও গত ২৬-২৯ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের বানৌজা হাজী মহসীন কনফারেন্স রুমে ধর্মীয় বিশ্বাসের ওপর আলোচনা সভা, অডিটোরিয়ামে কমান্ডার ঢাকা নৌ অঞ্চলের উপস্থিতিতে অস্ট্রেলিয়া ডিফেন্স ফোর্স প্রতিনিধি দলের ফটোসেশন এবং ঢাকার খিলক্ষেতে বানৌজা শেখ মুজিব ঘাটিস্থ মসজিদে জুমার নামাজ আদায় শেষে ঢাকা নৌ অঞ্চলের সঙ্গে কুশল বিনিময় করেন।

২৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) মিডিয়া প্রতিনিধিদল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শন করেন। চার সদস্য বিশিষ্ট মিডিয়া টিমের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জিওফ্রে লং।

পরবর্তীতে, গত ৩০ সেপ্টেম্বর উক্ত প্রতিনিধি দল ঢাকার হলি রোজারি চার্চ এবং ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। ‘ইন্দো প্যাসিফিক এন্ডেভার ২০২৩’ এ রয়্যাল অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের নৌ সদস্য এবং বাংলাদেশ নৌ বাহিনী নৌ সদস্যগণ অংশগ্রহণ করেন।

এছাড়া সি-১৩০জে বিমানের ওপর জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য উভয় বাহিনীর উড্ডয়ন ক্রু ও টেকনিশিয়ানদের মধ্যে কয়েকটি সাবজেক্ট মেটার এক্সপার্ট এক্সচেঞ্জ বা প্রশিক্ষণ সম্পর্কিত মতবিনিময়ের আয়োজন করা হয়। ইন্দো প্যাসিফিক এন্ডেভার-২০২৩ এর কমান্ডার এয়ার কমোডর এ্যান্থনি ম্যাক্ করম্যাক বিমান সদরে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। ‘ইন্দো প্যাসিফিক এন্ডেভার ২০২৩’ এ রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের ৯ জন ও বাংলাদেশ বিমান বাহিনীর ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দল সফর শেষে ২ অক্টোবর ঢাকা ত্যাগ করেন।