ধর্ষক সুনীল চাকমার বিচারের দাবি ছাত্র পরিষদের - Southeast Asia Journal

ধর্ষক সুনীল চাকমার বিচারের দাবি ছাত্র পরিষদের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির জুরাছড়িতে বাঙ্গালি বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার দায়ে আটককৃত সুনীল চাকমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।

আজ বুধবার (৪ অক্টোবর) সকালে সংগঠনটির জেলা শাখার আয়োজনে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময়, পাহাড়ে নানা ঘটনায় আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলেও বাঙ্গালী কিশোরী ধর্ষণচেষ্টার দায়ে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে কোন কর্মসূচী না দেয়ায় তথাকথিত নারী অধিকারের সংগঠন হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য নারী সংঘের সমালোচনা করে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পাহাড়ে পান থেকে চুন খসলেই নিজেদের নারী সংগঠনগুলোকে দিয়ে আন্দোলন ও নিরাপত্তাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করে, সেসকল পাহাড়ি নারী সংগঠনগুলো ধর্ষণচেষ্টাকারী সুনীল কুমার চাকমার বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ না করায় ও স্থানীয় সাংবাদিকরা নিউজ না করায় তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মোঃ হাবীব আজম এর সভাপতিত্বে ও পৌর সভাপতি পারভেজ মোশারফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান, রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক হুমায়ন কবির, পিসিসিপি পৌর সভাপতি পারভেজ মোশারফ হোসেন প্রমুখ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলার ধামাইপাড়া যক্ষাবাজার এলাকায় সুনীল কুমার চাকমা নামের এক ইলেকট্রিক মিস্ত্রি কর্তৃক স্থানীয় বাঙ্গালী সম্প্রদায়ের এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।

জানা যায়, জুমার নামাজের সময় অভিভাবকরা বাড়ির বাইরে থাকায় খালি ঘরে একা পেয়ে দরিদ্র পরিবারের বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী কন্যাকে ধর্ষণের চেষ্টাকালে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হাতেনাতে লম্পট সুনীল কুমার চাকমাকে আটক করে। এসময় টহলরত নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সুনীলকে আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা থানায় একটি মামলা দায়ের করেন।

জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ভিকটিম বাঙ্গালী কিশোরীর পিতা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জুরাছড়ি থানায় মামলা দায়ের করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-২০০৩)এর ২২ ধারা মোতাবেক ভিকটিমের জবানবন্দি ইতোমধ্যেই রেকর্ড করা হয়েছে। আটককৃত সুনীল কুমার চাকমাকে শনিবার রাঙামাটির আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন বলে জানান ওসি।

জানা গেছে, রাঙামাটির জুরাছড়ি উপজেলা সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকাটি উপজাতি অধ্যুষিত। সেখানে গুটিকয়েক বাঙ্গালী বসতি রয়েছে। গত শুক্রবার এ ঘটনা ঘটলেও উপজাতি সন্ত্রাসীদের ভয় ও স্থানীয়দের রোষানলে পরার ভয়ে এ বিষয়ে গত দুদিন ধরে কেউ মুখ খুলতে সাহস পান নি। এমনকি পাহাড়ে নারী অধিকারের নামে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে মাঠে থাকা হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য নারী সংঘ এখন অবধি এ বিষয়ে মুখ খোলেনি।

You may have missed