টেকনাফে পুলিশের সাথে ইয়াবা ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
![]()
নিউজ ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফে বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মো. আব্দুল মালেক (৩৬) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানা গেছে। মালেক টেকনাফ নতুন পল্লান পাড়া এলাকার মৃত মকবুল আহমদের পুত্র।
টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইয়াবা উদ্ধার অভিযানে গেলে পুলিশের অবস্থান টের পেয়ে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।’ ‘‘পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। কিছুক্ষণ পর মাদককারবারীরা পিছু হঠলে ঘটনাস্থল থেকে ২টি দেশীয় এলজি, ১৩ রাউন্ড গুলি, ২১টি গুলির খালি খোসা এবং ৫ হাজার পিস ইয়াবাসহ মালেককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।