বান্দরবানে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর বই বিতরণ - Southeast Asia Journal

বান্দরবানে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর বই বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেছে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন।

আজ সোমবার (৯ আগষ্ট) সকালে বান্দরবান জোনের প্রশিক্ষন শেডে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেয়া হয়।

বই বিতরণকালে বান্দরবান রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার মেজর শায়েখ-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর মাঝে শিক্ষার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি ও উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।

তিনি বলেন, আমরা যতটুকু পেরেছি, ততটুকু সহযোগিতার হাত বাড়িয়েছি। পার্বত্য এলাকায় উন্নয়নে আগামীতেও বাংলাদেশ সেনাবাহিনীর এ সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় বান্দরবান রিজিয়নের উদ্যোগে একাদশ শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ, বৌদ্ধ অনাথালয়ের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণসহ নগদ ৮০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

এর আগে, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাইন্স ল্যাবের জন্য নগদ ২ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।