বান্দরবানে পাচারকালে অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
অবৈধ পথে পাচারকালে বান্দরবানের আলীকদমে বিপুল পরিমান কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা।
গতকাল রবিবার (৮ অক্টোবর) দুপুরে কুরুকপাতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মিন্নিক পাড়া হতে এসব কাঠ জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মিন্নিক পাড়ায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর জানালিপাড়া ক্যাম্পের সদস্যরা। এসময় অবৈধ ভাবে পাচারকালে ৫৫ ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত কাঠ আলীকদম উপজেলা বন বিভাগ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।