রাঙামাটিতে অপহরণের ২ ঘণ্টার পর ইউপি সদস্যকে ছেড়ে দিল দুর্বৃত্তরা - Southeast Asia Journal

রাঙামাটিতে অপহরণের ২ ঘণ্টার পর ইউপি সদস্যকে ছেড়ে দিল দুর্বৃত্তরা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে অপহরণের দুই ঘণ্টার পর ইউপি সদস্য রঞ্জন বিকাশ চাকমাকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার বেলা ৪টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে বেলা ২টার দিকে শহরের বনরূপা সমতা ঘাট থেকে ওই ইউপি সদস্যকে অপহরণ করা হয়।

বুড়িঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রমোদ খীসা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রঞ্জনকে অপহরণকারীরা রাঙামাটি শহরের একটি এলাকা থেকে মুক্তি দিয়েছে।’

রঞ্জন বিকাশ চাকমা নানিয়াচর বুড়িঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য। রোববার সকালে তার বাড়ি বুড়িঘাটের শৈলশ্বরি থেকে মালামাল বিক্রির জন্য রাঙামাটির বনরূপায় আসেন। বাজারে আসলে সমতঘাট থেকে রঞ্জনকে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করে। এরপর তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।