রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা মালয়েশিয়ার - Southeast Asia Journal

রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা মালয়েশিয়ার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা জানালেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশীয় হাইকমিশনার হাজনাহ মো. হাশিম। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন মালয়েশিয়ার হাইকমিশনার।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়া বাংলাদেশের পাশে সবার আগে এসে দাঁড়িয়েছিল। ২০১৭ সালেই কক্সবাজারে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। অথচ সে সময় অনেক দেশই এ ব্যাপারে পদক্ষেপের ব্যাপারে দ্বিধান্বিত ছিল।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়া শুধু বাংলাদেশকে সমর্থনই দিচ্ছে না, বরং এ ব্যাপারে বাংলাদেশ যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে তাও বুঝতে পারছে, কারণ মালয়েশিয়াও বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

মালয়েশিয়া সব সময় আসিয়ানসহ আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা শরণার্থী সমস্যার ব্যাপারে আওয়াজ তুলছে উল্লেখ করে মালয়েশীয় হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশ কিংবা মালয়েশিয়ার একার সমস্যা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক ইস্যু। তাই এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কেই এগিয়ে আসতে হবে।

এর আগে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হন মালয়েশীয় হাইকমিশনার। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী।