ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ
 
                 
নিউজ ডেস্ক
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে। শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ আদায় শেষে শহরের ফিশারি ঘাট ও কালেক্টর মসজিদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরুপায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, আলাউদ্দিন রাফি, এম এস শফি ও ইমাম হোসেন। একই সময় বনরুপায় মসজিদ সংলগ্ন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি সুফি আলম আল কাদেরী, যুগ্ম সম্পাদক আক্তার হোসনে চৌধুরী, বনরুপা জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসেন, কলেজ গেট জামে মসজিদ খতিব মাওলানা সুলতান মাহমুদ প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘আমেরিকা মানবাধিকারের কথা বলে। তারা বিভিন্ন দেশকে মানবতার কথা ফেরি করে বেড়ায়, আজ তারা ফিলিস্তিনি মানুষের ওপর হত্যা সমর্থন করে কীভাবে? জাতিসংঘ ও আমেরিকা আজ ইসরায়েলের হামলাকে সর্মথন দিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। আমরা কোনও জঙ্গিবাদকে সমর্থন করি না। বিশ্বের যে প্রান্তে অন্যায় হবে, সেখানেই আমাদের প্রতিবাদ জারি থাকবে।’
আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা সভাপতি সুফি আলম আল কাদেরী বলেন, ‘ইসরায়েলি ইহুদি গোষ্ঠীরা দীর্ঘদিন ফিলিস্তিন দখল করে নির্যাতন করে আসছে। প্রতিবাদ করায় উল্টো আবারও নির্যাতন ও হামলার শিকার হচ্ছে ফিলিস্তিনের সাধারণ জনগণ। পশ্চিমা ক্ষমতাধর রাষ্ট্রগুলো এই হামলাকে আরও উসকে দিচ্ছে।’

এদিকে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলা কমিটি। দুইটার দিকে রাঙামাটি সদর সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকার আল আকসা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তাঁরা। মিছিলটি বিসিক এলাকা ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিন করে মানিকছড়ির চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। সাধারণ তৌহিদি মুসলিম জনতাকে নিয়ে এই বিক্ষোভ করে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের নেতৃবৃন্দ।
পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মাও. আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগের রাঙামাটি জেলা সভাপতি মাও. কারী ওসমান গণি। পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের রাঙামাটি জেলার সহ-সভাপতি মাও. শেখ শুয়াইব, দপ্তর সম্পাদক মাও. আব্দুল মোমিন, সদস্য মো. হাসান, আব্দুল হান্নান, আব্দুল কাদের।
এদিন ফিলিস্তিনের পতাকা হাতে অনেককে বিক্ষোভে মিছিলে আসতে দেখা গেছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
