সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন বিমান বাহিনী প্রধান - Southeast Asia Journal

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন বিমান বাহিনী প্রধান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন। এসময় সফরসঙ্গী হিসেবে সঙ্গে আছেন তার স্ত্রী এবং একজন কর্মকর্তা। শনিবার (১৪ অক্টোবর) সকালে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সফরের অংশ হিসেবে বিমান বাহিনীর দুটি সি-১৩০ পরিবহন বিমানের নিরীক্ষণ ও রক্ষণাবেক্ষণের (পিডিএম এবং ‘সি চেক’) কার্যক্রম পরিদর্শন করবেন।

সরকারি এ সফর শেষে আগামী ২১ অক্টোবর দেশে ফিরে আসবেন।

You may have missed