কাপ্তাইয়ে অসহায়দের মাঝে সেনাবাহিনীর অর্থ সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
কাপ্তাইয়ে সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন ১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়দা প্রদান করা হয়েছে।
আজ রবিবার (১৫ অক্টোবর) সকালে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল স্থানীয় অসহায় ও দরিদ্রের মাঝেেএসব অর্থ বিতরণ করেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সাহায্য সহায়তা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় সামরিক পদস্থ কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।