রাঙামাটির লংগদু জোন কর্তৃক আর্থিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

রাঙামাটির লংগদু জোন কর্তৃক আর্থিক সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‘শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষিত মানুষ দেশের বোঝা নয় তারা দেশের সম্পদ, এই মূলমন্ত্রে লংগদু জোন কর্তৃক আজ সোমবার (১৬ অক্টোবর) সৈনামৈত্রী আদর্শ বিদ্যানিকেতন ও দক্ষিণ রহমতপুর নুরানী মাদ্রাসাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর্থিক অনুদান পেয়ে সৈনামৈত্রী আদর্শ বিদ্যানিকেতন ও দক্ষিণ রহমতপুর নুরানী মাদ্রাসার কর্তৃপক্ষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতেও বিভিন্ন প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সহয়তা কামনা করেছেন।

এসময় লংগদু জোন অধিনায়ক বলেন, পাহাড়ে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।