দূর্গাপূজা উপলক্ষ্যে মাটিরাঙ্গায় ২৩ বিজিবি কর্তৃক অনুদান প্রদান - Southeast Asia Journal

দূর্গাপূজা উপলক্ষ্যে মাটিরাঙ্গায় ২৩ বিজিবি কর্তৃক অনুদান প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শা‌ন্তি, স‌ম্প্রীতি ও উন্নয়‌নের ধারাবা‌হিকতায় খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় পূজামন্ডপে নগদ অর্থ অনুদান, দুস্থ ও অসহায় পরিবারকে নতুন ঘর হস্তান্তর এবং স্কু‌লে শিক্ষা সামগ্রী বিতরণ ক‌রে‌ছে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ অ‌ক্টোটর) সকা‌লে যা‌মিনীপাড়া জো‌নের আওতাধীন এলাকায় জোন অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির এসব কার্যক্রম প‌রিচালনা করেন।

জানা যায়, পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আসন্ন দুর্গা পুজা উপল‌ক্ষে জোন অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির হেডম্যান পাড়ার পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় জোনের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এছাড়াও, একই এলাকার দুস্থ ও অসহায় জনৈকা ফুলমতি ত্রিপুরাকে আবেদনের প্রেক্ষিতে জোন অধিনায়ক ২টি বসতঘর নির্মাণের ব্যবস্থা করে দেন।

প‌রে যামিনীপাড়া বর্ডার গার্ড হাই স্কুল পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের কম্পিউটার শিক্ষা ও বিভিন্ন দাপ্তরিক কাজের সুবিধার্থে একটি ল্যাপটপ প্রদান করেন।