দেশে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: বিচারপতি শেখ হাসান আরিফ - Southeast Asia Journal

দেশে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: বিচারপতি শেখ হাসান আরিফ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি শেখ হাসান আরিফ বলেছেন, ‘শুধু আইনের কঠোরতা দিয়ে কিশোর গ্যাং প্রতিরোধ করা সম্ভব নয়। এর নেপথ্যে মদদদাতাদের চিহ্নিত করে তাদেরও আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক সদিচ্ছা ব্যতীত কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কিছু কিছু রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক কর্মকান্ডে কিশোরদের ব্যবহার করে। যা মোটেই কাম্য নয়।’

শনিবার (২১ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি শেখ হাসান আলী কিশোর গ্যাং নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্রশাসন, রাজনৈতিক দল ও মিডিয়ার ভূমিকা এবং আমাদের করণীয় শীর্ষক সেমিনারটি আয়োজেন করে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন।

বিএইচআরএফ চেয়ারপার্সন মানবাধিকার নেত্রী এডভোকেট এলিনা খানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএইচআরএফ মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, এটিএন বাংলার নির্বাহী পরিচালক (বার্তা) হাসান আহমেদ চৌধুরী কিরণ।

এটিএন বাংলার নির্বাহী পরিচালক (বার্তা) হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোকে আগামী জাতীয় নির্বাচনে তাদের নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক প্রচার প্রচারণায়, মিছিল-মিটিংয়ে অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের ব্যবহার না করার প্রতিশ্রুতি দেওয়া উচিৎ। তাহলে সাধারণ জনগণের মধ্যে কিশোর অপরাধ বন্ধে প্রতিশ্রুতি প্রদানকারী ঐ রাজনৈতিক দলের প্রতি আস্থা তৈরি হবে।

কিশোর অপরাধ বন্ধে সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপক এডভোকেট জিয়া হাবিব আহ্সান ১৫ দফা সুপারিশ উপস্থাপন করেন।

সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন জেষ্ঠ্য সাংবাদিক পারভেজ আহমেদ, রোটারিয়ান এম রাকীব সরদার, মানবাধিকার কর্মী একে মুজিবুর রহমান, ডা. শাহ আলম, তেজগাঁও জোনের এডিসি রুবাইয়াত জামান, এডিসি (প্রশাসন) রকিবুল ইসলাম, ডিআইজি প্রিজন নাহিদা পারভিন, এডিসি ডিএমপি একেএম সাজ্জাদুল আলম, এডিসি সানজিদা চৌধুরী, সূজন সমন্বয়ক দীলিপ কুমার সরকার, বৈশাখী টিভির সাংবাদিক তানজিনা নিঝুম, সাংবাদিক আরিফুর রহমান, মানবাধিকার কর্মী তাহমিনা বিনু, কবি আঞ্জুমান আরা আরজু, টিচার্স ট্রেইনার মুমু আহমেদ, ডা আব্দূস সালাম ওসমানী, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, অ্যাডভোকেট অংশু আসিফ পিয়াল প্রমূখসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।