গাজা সীমান্তে মিসরের সামরিক চৌকিতে হামলা ইসরায়েলের - Southeast Asia Journal

গাজা সীমান্তে মিসরের সামরিক চৌকিতে হামলা ইসরায়েলের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় মিসরের সামরিক সীমান্ত চৌকিতে ইসরায়েলি সামরিক বাহিনী ভুলবশত হামলা চালানোর কথা স্বীকার করেছে। রোববার ইসরায়েলের সামরিক বাহিনী এই ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গাজা সীমান্তের কাছে তাদের একটি ট্যাংক থেকে ভুলবশত মিসরীয় অবস্থানে আঘাত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা জানতে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। আইডিএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।

তবে মিসরীয় সামরিক চৌকিতে ইসরায়েলি বাহিনীর ভুলবশত ছোড়া গোলার আঘাতে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি আইডিএফ।

এদিকে, রোববার মিসরের রাফাহ ক্রসিং থেকে গাজার ভেতরে ১৭টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এর আগে গতকাল শনিবার যুদ্ধ শুরুর পর বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী নিয়ে গাজায় ২০টি ট্রাক পৌঁছায়। তবে এসব ট্রাকে কোনও জ্বালানি নেই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার যেসব ট্রাক গাজায় গেছে সেগুলোর মধ্যে অতিপ্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এদিন কোনো খাদ্য বা জ্বালানি পাঠানো হয়নি।

মিসর থেকে পণ্যবাহী বড় এ ট্রাকগুলো রাফাহ ক্রসিং অতিক্রম করে মিসর ও ফিলিস্তিনি গেটের মাঝামাঝি যায়। এরপর সেখানে আসে ফিলিস্তিনি ট্রাক। পরে ওই ট্রাকগুলোতে ত্রাণ বোঝাই করা হয়। গাজার চিকিৎসকরা কয়েকদিন ধরে জানাচ্ছেন, তাদের জরুরিভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন। কারণ তাদের কাছে যেসব মজুদ ছিল সেগুলো শেষ হয়ে গেছে।