ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট শুরু - Southeast Asia Journal

ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট শুরু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

তিন দিনব্যাপী ষষ্ঠ ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর কুর্মিটোলা গলফ কোর্সে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন তিনি।

অনুষ্ঠানে কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী, প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মো. আরমান আলী, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেয়িার জেনারেল মো. মাহাবুবুস সামাদ চৌধুরী এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), সংশ্লিষ্ট ক্লাবের এক্সিকিইটিভ কমিটির সদস্য, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মো. শহীদুল হক (অব.), জেনারেল ম্যানেজার ও ক্লাব এফেয়ার্স লে. কর্ণেল আবু মো. সাইদুর রহমান ( অব.), জেনারেল ম্যানেজার ও গলফ অপারেশন লে. কর্ণেল মো. আনোয়ার হোসেন (অবঃ) এবং উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজির ছিলেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এই টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যসহ দেশের সব ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন।

You may have missed