সার্ভিস কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হলেন ওয়াকার-উজ-জামান
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের ৭ম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি মেনে এ অভিষেক অনুষ্ঠান হয়।
আর্মি সার্ভিস কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে ‘কর্নেল কমান্ড্যান্ট’ র্যাংক-ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন আর্মি সার্ভিস কোরের একটি চৌকস দল। এসময় উপস্থিত সবার উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনা সদস্য এবং গণমাধ্যম ব্যক্তিরা।