ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১৭টি স্বর্ণের বার উদ্ধার

নিউজ ডেস্ক
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার, বাহিনীর ৬৮ ব্যাটালিয়ন, রনঘাট সীমাচৌকি এলাকা থেকে শনিবার(৪ নভেম্বর) ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে। জব্দকৃত স্বর্ণের ওজন ১৬.৭ কেজি। ভারতীয় মুদ্রায় এসব স্বর্ণের মূল্য প্রায় সাড়ে দশ কোটি রুপি মত। গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে।
বাহিনির তথ্য মতে, এসব স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
বিএসএফ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ রনঘাট সীমাচৌকি এলাকায় সন্দেহজনক এক বাইক আরোহী বাহিনীর নজরে আসে। ওই হুন্ডা চালককে তল্লাশি চালিয়ে ব্যক্তিটির কোমরে কাপড়ের বেল্টের ভিতর থেকে ১৭টি স্বর্ণের বারের সন্ধান মেলে। ওই বিপুল পরিমাণ স্বর্ণ বাজেয়াপ্ত কর হয় এবং গ্রেফতার করা হয় বাইক চালককে।
জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পারে, পাচারকারী নাম আজর মণ্ডল(২৭), সে উত্তর চব্বিশ পরগণা জেলার রাজকোলের বাসিন্দা। আজর জানায় সে একজন ফুল চাষী। অভাবের কারণে, গত প্রায় ছয় মাস ধরে সে সীমান্ত পাচারের সাথে জড়িত। জেরায় আজর আরও জানায়িছে, বাংলাদেশের মাটিলা গ্রামের বাসিন্দা আলম মণ্ডলের কাছ থেকে এসব স্বর্ণের বারগুলো নিয়েছিল এবং তা পৌঁছে দেওয়ার কথা ছিল সংশ্লিষ্ট জেলার বনগাঁর এক ব্যক্তির হাতে। কিন্তু, বিএসএফ তৎপরতার কারণে তা বানচাল হয়ে যায়। আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল কলকাতা শুল্ক দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ১ নভেম্বর ভারতের পেট্রাপোল সীমান্ত থেকে প্রায় ৭ কেজি স্বর্ণ জব্দ করেছে বিএসএফ। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ৪ কোটি রুপি। স্বর্ণ পাচারের অভিযোগে একজন ভারতীয়কে গ্রেপ্তারও করা হয়েছে। সেসব স্বর্ণও বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল।