রামগড় জোন কম্পিউটার ক্লাব, সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণের সনদপত্র বিতরণ
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় জোন কর্তৃক পরিচালিত কম্পিউটার ক্লাব, সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণের চলমান ব্যাচের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ এবং নতুন ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আজ সকালে রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত ২০২৩ শিক্ষাবর্ষের কম্পিউটার ক্লাব, সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ এবং নতুন ব্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি রামগড় বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম।
এসময় প্রধান অতিথি বলেন, রামগড় বিজিবি জোন প্রতিনিয়ত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য কম্পিউটার, সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণ পরিচালনা করে আসছে, যা তাদের ব্যক্তিগত জীবনসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় বিজিবি জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে রামগড় জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নূর হোসেন এবং সহকারী পরিচালক রাজু আহমেদসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।