শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে খাগড়াছড়িতে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত - Southeast Asia Journal

শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে খাগড়াছড়িতে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে সেনাবাহিনীর মহালছড়ি জোন।

শনিবার (২৫ নভেম্বর) মহালছড়ি ৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া।

শান্তি চুক্তি উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহন করেছে মোট আটটি ক্রিকেট দল। দল গুলো হলো মহালছড়ি জোন, ৬ এপিবিএন, স্বাধীন বাংলা সংঘ মহালছড়ি, মাইসছড়ি একাদশ, আনন্দ ক্লাব, জাগরন ক্লাব, জয়সেনপাড়া স্পোর্টিং ক্লাব ও ভূয়াছড়ি স্পোর্টিং ক্লাব।

আজ খেলায় উদ্বোধনী ম্যাচে স্বাধীন বাংলা সংঘ মহালছড়ি বনাম জয়সেনপাড়া স্পোর্টিং ক্লাব মাইসছড়ি মুখোমুখি হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন, এপিবিএন ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ আয়ুব, মহালছড়ি জোনের কোয়ার্টার মাষ্টার ক্যাপ্টেন মোঃ মেজবাহ উল মুহিত, অ্যাটজুটেন্ট ক্যাপ্টেন তাহসান উদ্দিন মাহমুদ, মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, ১ নং মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, ৩নং কেয়াংঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুপেন্দ্র দেওয়ান, মহালছড়ি উপজেলার দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারী সহ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং খেলা দেখতে আসা দর্শনার্থীরা।