রাঙামাটিতে শিশু ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড
নিউজ ডেস্ক
রাঙামাটিতে শিশু ধর্ষণে দায়ে এক যুবকের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইএম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন বলে ট্রাইব্যুনালের পিপি সাইফুল ইসলাম অভি জানান।
দণ্ডতি মো. ওমর সাদেক রিয়াদ (২১) রাঙামাটি শহরের শান্তিনগর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।
কারাদণ্ড ছাড়াও শিশুটির পরিবারকে ৯০ দিনের মধ্যে ১ লাখ ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। ওই সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে আসামির স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা নিতে জেলা কালেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে পিপি জানান।
মামলার নথির বরাত দিয়ে পিপি আরও বলেন, ২০২০ সালে ৯ অক্টোবর ১২ বছর বয়সি শিশুটি তার বন্ধুদের সঙ্গে রাঙামাটির শহরের শান্তিনগর বাসস্ট্যান্ড এলাকায় খেলতে যায়। এক পর্যায়ে সে বাসস্ট্যান্ডে থাকা একটি ট্রাকে ওঠে। নামার সময় রিয়াদ শিশুটিকে ট্রাকের নিচে নিয়ে জোর করে ধর্ষণ করেন।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রাঙামাটির কোতোয়ালি থানায় মামলা করেন। রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন পিপি সাইফুল ইসলাম অভি।