ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার - Southeast Asia Journal

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে রকিকুল ইসলাম (৪৫) নামে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্তের ইছামতি নদীতে রকিকুলের মরদেহ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। রকিকুল ইসলাম মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, রকিকুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী ছিল। কিন্তু সে মাঝে মধ্যে সীমান্তের ওপারে ভারত থেকে গরু নিয়ে আসায় সাহায্য করতো। আমাদের প্রাথমিক ধারণা, সে সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়ে। তার গায়ে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে বিএসএফর হাতেই তার মৃত্যু হয়েছে।

৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ জানান, তিনি গত ২৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। পারিবারের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি। মরনদেহটি বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেছে। তবে বিজিবি গত কয়েকদিনে সীমান্তে কোনো গুলির শব্দ শোনেনি। প্রাথমিকভাবে জানা গেছে, তার মুখে আঘাতের চিহ্ন আছ । হাতে গুলির চিহ্ন আছে। তবে কেন কি কারণে সে ওখানে গিয়েছিল সে ব্যাপারে এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্তের প্রয়োজন। পুলিশ মরদেহ উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানান।