রাঙামাটিতে সেনাবাহিনী কর্তৃক অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটিতে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর ১০ আর.ই ব্যাটালিয়ন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ব্যাটালিয়ন আওতাধীন মগবান ইউনিয়নের দরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় এদিন শীতবস্ত্র বিতরণ করেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. তাওহীদ আমিন।
এসময় তিনি ভবিষ্যতেও এরকম সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।