সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ

নিউজ ডেস্ক
মিরপুর সেনানিবাসের সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স ২০২৩-এর গ্র্যাজুয়েশন সনদ বুধবার বিতরণ করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মাঝে এ সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কমান্ড্যান্ট ডিএসসিএসসি, মেজর জেনারেল মো. ফয়জুর রহমান।
এ বছর ডিএসসিএসসি কোর্স-২০২৩-এ বাংলাদেশ সেনাবাহিনীর ১৩৬ জন অফিসার, বাংলাদেশ নৌবাহিনীর ৪৫ জন অফিসার, বাংলাদেশ বিমানবাহিনীর ২৪ জন অফিসার, বাংলাদেশ পুলিশের ৩ জন অফিসার এবং ব্রুনাই, মিসর, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, কুয়েত, লাইবেরিয়া, জর্ডান, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, সিয়েরা লিওন, তানজানিয়া, তুরস্ক, উগান্ডা, যুক্তরাষ্ট্র ও জাম্বিয়া থেকে আসা ৪৯ জন অফিসারসহ ২৫৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এ বছর ১২ জন নারী অফিসার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।