খাগড়াছড়িতে জেএসএস (এমএন লারমা)র প্রচারণা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে জেএসএস (এমএন লারমা)র প্রচারণা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

২রা ডিসেম্বর ২০২৩ পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশাল গণসমাবেশ সফল করার লক্ষ্যে খাগড়াছড়ি প্রচারণা মিছিল করেছে এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি- জেএসএস।

শুক্রবার বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের মহাজনপাড়া থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় স্টাফ সদস্য রাজ্যময় চাকমার নেতৃত্বে আয়োজিত প্রচারণা মিছিলটি শহরের শাপলা চত্বর ঘুরে চেঙ্গী স্কয়ার দিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলত হয়।

এসময় পার্বত্য জেএসএস (এমএন লারমা) সমর্থিত যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞান প্রিয় চাকমা, সাধারন সম্পাদক জগদিশ চাকমা, সাংগঠনিক সম্পাদক প্রতিভাস চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা (ঝিমিট) বক্তব্য রাখেন।

বক্তারা, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার অনুরোধ জানান। প্রয়োজনে চুক্তি বাস্তবায়নে সরকারের পাশে থেকে যে কোন সহায়তার আশ্বাসও দেন তারা। পরে আগামীকাল ২রা ডিসেম্বর কমলছড়িতে আয়োজিত গণসমাবেশ সফল করতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।