পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি কিশোর গ্রেফতার - Southeast Asia Journal

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি কিশোর গ্রেফতার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার নাগর নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের আগেই বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর হাতে গ্রেফতার হয়েছে এক বাংলাদেশি কিশোর ।

জানা গেছে, আগেই ভারতে প্রবেশ করে কাশ্মিরে রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিল বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বাসিন্দা ওই যুবক। তার নাম আলামিন (১৪)।

একইসঙ্গে খুরকা এলাকা থেকে হায়াত আলী নামে এক গাড়ি চালককেও গ্রেফতার করা হয়েছে।

চোরা-চালান ও অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনার সময় দুজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বিএসএফের ইন্সপেক্টর জেনারেল সূর্যকান্ত শর্মা।

গ্রেফতারকৃতদের করণদিঘি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।