রাঙামাটিতে ১০ আর.ই ব্যাটালিয়নের আনন্দ র‍্যালি অনুষ্ঠিত - Southeast Asia Journal

রাঙামাটিতে ১০ আর.ই ব্যাটালিয়নের আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার জীবতলী আর্মি ক্যাম্প ১০ আর.ই ব্যাটালিয়নের আয়োজনে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা পালিত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ব্যাটালিয়নের নানা আয়োজনে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি পালন করা হয়।

পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন ১০ আর.ই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. তাওহীদ আমিন।

পরে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ক্যাম্পের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

এসময় ইউপি চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কার্বারি, নানা পেশার লোকজন র‍্যালিতে অংশগ্রহণ করে। পরে সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি এসময় বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ীয়ের মাঝে পুরস্কার বিতরণ করেন।