খাগড়াছড়িতে উপজাতি সন্ত্রাসীদের গুলিতে বাঙ্গালী ফল ব্যবসায়ী আহত
 
                 
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকায়
ফলবাহী একটি ট্রাকে গুলি চালিয়েছে উপজাতি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীরা, এ ঘটনায় রূপচান মিয়া (৩৫) নামের এক ফল ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ট্রাকেকরে লংগদু থেকে ফল নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা গুলিবিদ্ধ রুপচানকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রামে রেফার করে।
গুলিবিদ্ধ রুপচান লংগদু উপজেলার ইয়ারাংছড়ির জালাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, রুপচান মিয়া লংগদু থেকে ফল নিয়ে ট্রাকে করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় খাগড়াছড়ির নয় মাইল এলাকায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা উপজাতি আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসীরা গাড়ীর গতিরোধ করে রূপচান মিয়াকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
