মনিরকে সভাপতি, আবুল হোসেনকে সম্পাদক করে লোগাং ইউপি আ.লীগের কাউন্সিল সম্পন্ন - Southeast Asia Journal

মনিরকে সভাপতি, আবুল হোসেনকে সম্পাদক করে লোগাং ইউপি আ.লীগের কাউন্সিল সম্পন্ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়ন আ’লীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ জুলাই) বিকাল ৩টা থেকে অনুষ্ঠিতব্য কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।

কাউন্সিলে সভাপতি পদে মোঃ মনির হোসেন আনারস প্রতীক ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে মোঃ আবুল হোসেন আম প্রতীকে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয় এবং সাংগঠনিক সম্পাদক পদে আঃ রশিদ ৫ ভোট ও নওশেদ উল্লাহ ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সহ-সভাপতি মনির খান, সদস্য শুভ মঙ্গল চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাহার মিয়া, সম্পাদক জয়নাথ দেব ও যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব সহ আওয়ামী লীগের নেতৃবৃন্ধরা।