মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র

নিউজ ডেস
খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এদেশের জন্য রক্তদানকারী মহান আত্মত্যাগীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ারে স্থাপিত শহীদ বেদিতে সূর্যোদয়ের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির পর বিভিন্ন সংগঠনের সাথে নিজেদের পার্টির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।
এছাড়াও বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে আত্মত্যাগীদের স্মরণের পাশপাশি শহীদদের স্মরণ করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংগঠনের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করে সংগঠনটি।
এদিকে রাঙামাটি ও বান্দরবানেও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)সহ ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা।
এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধর জন্ম না হলে এদেশ আজ বিজয় অর্জন করতো না। বঙ্গবন্ধুর ডাকে জাতির শ্রেষ্ঠ সন্তানরা দেশের জন্য প্রাণ দিয়ে পিছু হটেনি। নিজের জীবণ বিসর্জন দিয়ে এদেশের স্বাধীনতা অর্জন করে সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে গেছে বলে তারা মন্তব্য করেন।