বান্দরবানের রুমায় সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর রুমা জোন কর্তৃক অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত লোকজনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার পাইন্দু ইউনিয়নের রনি পাড়ায় ১২৯টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়াও রনি পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমা জোন অধিনায়ক লেঃ কর্নেল ক ম আরাফাত আমিন।
এসময় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী কর্তৃক পাড়াবাসীদেরকে আশ্বাস প্রদান করা হয় ।