রামগড়ে ৪৩ বিজিবির পৃথক অভিযানে মদ ও সেগুন কাঠ জব্দ
নিউজ ডেস্ক
গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদ ও ২৪.৭৬ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে রামগড়স্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় ব্যাটালিয়ন) এর সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত হারবাতলী ও রামগড় উপজেলার তৈচালা পাড়া থেকে এসব মদ ও সেগুন কাঠ জব্দ করা হয়।
জানা যায়, গতকাল রাত ৮টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লামুখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ শাহজাহান আলী আজাদ এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত হারবাতলী নামক স্থান হতে মালিকবিহীন ৪৭ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ করতে সক্ষম হয়।
অপরদিকে, একইদিন রাত সাড়ে আটটার দিকে ব্যাটালিয়ন সদরে কর্মরত হাবিলদার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক রামগড় উপজেলার তৈচালা পাড়াস্থ ব্যাটালিয়ন সদর এর ১নং জিপি গেইট হতে মালিকবিহীন ২৪.৭৬ ঘনফুট বাংলাদেশী সেগুন গোলকাঠ জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় মদ জোরারগঞ্জ থানার জিডি এন্ট্রি করে পরবর্তীতে ধ্বংস করার লক্ষে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে এবং ২৪.৭৬ ঘনফুট সেগুন গোলকাঠ রামগড় বনবিটে জমা করা হয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানিয়েছেন, ব্যাটালিয়ন আওতাধীন এলাকায় মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।