চোরাই পথে মিয়ানমার থেকে আনা ২০টি গরু জব্দ - Southeast Asia Journal

চোরাই পথে মিয়ানমার থেকে আনা ২০টি গরু জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চোরাই পথে মিয়ানমার থেকে আনা ২০টি গরু জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে তিন পাচারকারীকে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার গাবতলী মাষ্টার আলী পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গরু জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পশুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন রঙের ২০টি গরু পাওয়া যায়। এছাড়া গরু পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, দীর্ঘদিন ধরেই রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আসছে মিয়ানমারের গরু। বিক্রি করা হচ্ছে সারা দেশে। এরসাথে, একটি চক্র জড়িত বলেও জানিয়েছে পুলিশ।