তোমার চোখে বাংলাদেশ ফটোগ্রাফি কনটেস্ট -২০২৩–এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত - Southeast Asia Journal

তোমার চোখে বাংলাদেশ ফটোগ্রাফি কনটেস্ট -২০২৩–এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সারা বিশ্বে একটি জিনিস লক্ষণীয় যে নেতিবাচক খবর বা অপপ্রচার সহজে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সেই জায়গায় বাংলাদেশের সৌন্দর্য ও উন্নয়ন ধারণ করার চেষ্টা করে যে অনুষ্ঠান করা হয়েছে, সেটা একটি ব্যতিক্রমী উদ্যোগ।

সেনাপ্রধান আরও বলেন, ‘আমার ধারণাই ছিল না, আমাদের প্রত্যন্ত অঞ্চলে এত ভালো মেধাবী ফটোগ্রাফাররা রয়েছেন। তাঁরা যেভাবে বাংলাদেশের সৌন্দর্য ও উন্নয়ন তুলে ধরেছেন, আমি সত্যি মুগ্ধ।’

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর কুর্মিটোলার আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে ‘তোমার চোখে বাংলাদেশ ফটোগ্রাফি কনটেস্ট -২০২৩’–এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। বাংলাদেশের সৌন্দর্য ও উন্নয়ন দেশ ও বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এ অনুষ্ঠানের আয়োজন করে। গত ১ অক্টোবর প্রতিযোগিতা শুরু হয়। দুই মাস ধরে ফেসবুককেন্দ্রিক এ প্রতিযোগিতা চলেছে।

অনুষ্ঠানে জানানো হয়, ৩০ হাজার ২৯০ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এতে ছবি জমা পড়েছে ৯০ হাজার ৮৭০টি। এর মধ্যে ৩ হাজার ৩০০ প্রতিযোগী ও তাঁদের ৯ হাজার ৯০০টি ছবি বাছাই করা হয়েছে।

এ অনুষ্ঠানের দ্বিতীয় রাউন্ডে প্রতিযোগী ছিলেন ১৯২ জন। তাঁদের তোলা ছবি জমা পড়েছে ১ হাজার ৯২০টি। ফাইনাল রাউন্ডে প্রতিযোগী ছিলেন ৫৭ জন। ছবি জমা হয়েছে ১ হাজার ১৪০টি।

৬৪ জেলার বিজয়ীদের প্রথমে আইফোন উপহার দেওয়া হয়। সেই আইফোন দিয়ে ছবি তুলে চূড়ান্ত বিজয়ী হন আট বিভাগের আটজন। আজ তাঁদের মোটরসাইকেল উপহার দেওয়া হয়।

আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ আল আমিন, চট্টগ্রাম থেকে সুপ্রিয় চাকমা, খুলনা থেকে মো. মেজবাহ উদ্দিন, সিলেট থেকে শংকু চন্দ্র দেব, বরিশাল থেকে মো. জাহিদুল আকন, রংপুর থেকে ইমরান আলী, রাজশাহী থেকে সোহেল রানা, ময়মনসিংহ থেকে মো. মাহাত হাসান।

বিজয়ীদের পুরস্কার তুলে দেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ছাড়া অভিনেতা-অভিনেত্রীরা পুরস্কার তুলে দেন। উপস্থিত ছিলেন পুলিশের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

‘তোমার চোখে বাংলাদেশ থিম সং’ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপস্থাপনা করেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ও অভিনেতা সাজু খাদেম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাঝে মাঝে লোকসংগীত, পটের গান, রম্য নাটক, গম্ভীরা ভাওয়াইয়া গান, নৃত্য ও মহুয়া সুন্দরীর পালার মাধ্যমে প্রতিটি বিভাগের উন্নয়ন তুলে ধরা হয়।

এ প্রতিযোগিতায় বিচারকদের মধ্যে ছিলেন অভিনেতা আফজাল হোসেন। এক বিজয়ীকে পুরস্কার দিতে মঞ্চে উঠে তিনি বলেন, ‘একটা জায়গায় বসে সারা দেশে যে উন্নয়ন হয়েছে, সেটা দেখার সুযোগ হয়েছে।’

পুরস্কার বিতরণ শেষে এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান বলেন, সারা বিশ্বে ৮০০ কোটি মানুষের মধ্যে ৫০০ কোটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন। বাংলাদেশের প্রায় পাঁচ কোটি মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন।এর মধ্যে ৯৪ শতাংশ মানুষ ফেসবুক ব্যবহার করেন। এ পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশ, জনগণ ও ব্যক্তিকে অনেক ওপরে ওঠানো যায়, আবার একইভাবে নিচেও নামানো যায়।

আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বিজয়ীরা মঞ্চে উঠে ছবি তোলেন। এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।