খাগড়াছড়ির রামগড়ে অসহায়দের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়ে শীতার্ত গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন)।
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকাল ১০টার সময় রামগড় জোন সদরে শীতার্ত ৭০টি পরিবারের মাছে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন ৪৩ বিজিবি ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ডা. ক্যাপ্টেন নুর হোসাইন।
এসময় অন্যদের মধ্যে জোনের সহকারী পরিচালক রাজু আহামেদ সহ বিজিবির পদস্ত কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
তীব্র শীতে স্থানীয় গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণে বিজিবির এই মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা।
