খাগড়াছড়ির পানছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন।
আজ সোমবার (২২ জানুয়ারি) বিকাল তিনটায় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম।
এ উপলক্ষ্যে বিদ্যালয় মাঠে উপস্থিত হয় বিভিন্ন সম্প্রদায়ের দুই শতাধিক স্থানীয়বৃদ্ধ ও বনিতা, শীতবস্ত্র হাতে পেয়ে সকলের মুখে দেখা গেছে স্বস্তির হাসি।
স্থানীয়রা জানান, এবারের মতো শীত আগে কখনো পড়েনি। বিজিবির মাধ্যমে যথাসময়ে শীতবস্ত্র পেয়ে সকলেই খুশী হয়ে কৃতজ্ঞতার কথা জানান। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জোন অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম।
এসময় ৩ বিজিবির মেডিকেল অফিসার মেজর মো. মশিউর রহমান ও সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ উপস্থিত ছিলেন।