বান্দরবানে কেএনএফ কর্তৃক ৬ জনকে অপহরণের অভিযোগ

নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানের রুমায় ৬ জনকে অপহরনের অভিযোগ উঠেছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে।
আজ বুধবার ভোরে (৭ ফেব্রুয়ারি) বান্দরবানের রুমায় পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুর্গম নিয়াক্ষ্যং পাড়া থেকে তাদেরকে অপহরণ করা হলেও এখনো অপহৃতদের কারও পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা।
- পার্বত্য চট্টগ্রামের অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
রুমা থানার ওসি মো. শাহজাহান বলেন, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা ও স্থানীয়দের মাধ্যমে অপহরণের বিষয়টি জেনেছি। তবে কারা অপহরণ করেছে সে বিষয়ে তদন্ত চলছে।
পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, অপহৃতদের কাছ থেকে এখনও কোনো মুক্তিপণ চাওয়া হয়নি। তবে ভয়ে অপহৃত ছয়জনের পরিবারের সদস্যরা কেউ মুখ খুলছেন না।
এদিকে স্থানীয়রা জানায়, কেএনএফ সশস্ত্র সদস্যরা নিয়াংক্ষ্যং পাড়ার ঘটনার আগের রাতে পার্শ্ববতীর পড়ুয়া পাড়া থেকে একটি কুকুর মেরে, তার সাথে দুইজনকে ধরে নিয়ে যায়।
এরা হলেন -উবামং মারমার ছেলে উহ্লাসিং (৩১) ও সাঅংপ্রু’র ছেলে চিনুমং (৩০)। ওই সময় রাস্তা দেখানোর জন্য ওই দুইজনকে নিয়ে যাচ্ছে বলে পাড়ার লোকজনকে জানিয়ে গেছে-কেএনএফ সশস্ত্র সদস্যরা।