দুর্গম চিম্বুক পাহাড়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষাসহায়ক সামগ্রী বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
পাহাড়ি জেলা বান্দরবানের পিছিয়ে পড়া দুর্গম পাহাড়ি এলাকায় শিশুদের শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর বান্দরবান সেনা রিজিয়ন।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান রিজিয়নের আয়োজনে দুর্গম চিম্বুক পাহাড়ের পাদদেশে অবস্থিত চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বস্ত্র বিতরণ করেন সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়িন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহম্মেদ।
ভবিষ্যতেও সেনাবাহিনী পার্বত্য জেলার উন্নয়নে সর্বদা কাজ করে যাবে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহম্মেদ।
এসময় বান্দরবান জোন অধিনায়ক এ. এস. এম. মাহমুদুল হাসান, ক্যাপ্টেন আবদুল মান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন ছোট ছোট শিশু শিক্ষার্থীরা।
