নানিয়ারচর জোন অধিনায়কের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
রাঙামাটির নানিয়ারচর জোন অধিনায়কের বিদায়জনিত কারণে এক বিদায় সংবর্ধনার আয়োজন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জেলা পরিষদের রেস্ট হাউজে এই আয়োজন করা হয়।
আয়োজনে বক্তারা সদ্য বিদায়ী জোন অধিনায়কের নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা ও শান্তির শৃঙ্খলা রক্ষায় অবদানের কৃতিত্ব প্রকাশ করে বক্তব্য দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিমুল এহসান খান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এ সময় নানিয়াচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্ণেল এস এম রুবাইয়াত হোসাইন)।
অনুষ্ঠানে থানার ওসি, উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।