নানিয়ারচর জোন অধিনায়কের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - Southeast Asia Journal

নানিয়ারচর জোন অধিনায়কের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নানিয়ারচর জোন অধিনায়কের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির নানিয়ারচর জোন অধিনায়কের বিদায়জনিত কারণে এক বিদায় সংবর্ধনার আয়োজন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জেলা পরিষদের রেস্ট হাউজে এই আয়োজন করা হয়।

আয়োজনে বক্তারা সদ্য বিদায়ী জোন অধিনায়কের নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা ও শান্তির শৃঙ্খলা রক্ষায় অবদানের কৃতিত্ব প্রকাশ করে বক্তব্য দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিমুল এহসান খান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এ সময় নানিয়াচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্ণেল এস এম রুবাইয়াত হোসাইন)।

অনুষ্ঠানে থানার ওসি, উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • পার্বত্য চট্টগ্রামের অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

You may have missed