গুলিবিদ্ধ নারীসহ টেকনাফে রোহিঙ্গা নৌকা, মংডুতে বাড়ছে সংঘর্ষ - Southeast Asia Journal

গুলিবিদ্ধ নারীসহ টেকনাফে রোহিঙ্গা নৌকা, মংডুতে বাড়ছে সংঘর্ষ

গুলিবিদ্ধ নারীসহ টেকনাফে রোহিঙ্গা নৌকা, মংডুতে বাড়ছে সংঘর্ষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের জেটিতে পাঁচ রোহিঙ্গাবাহী একটি নৌকা ভিড়েছে৷ ছোট্ট নৌকাটি বাংলাদেশের পানিসীমায় প্রবেশ করলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির একটি টহল দল সেটিকে জেটিতে নিয়ে আসে৷

রোহিঙ্গাবাহী নৌকাটিকে জেটিতে দেখেছেন টেকনাফের সাংবাদিক আব্দুর রহমান৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘নৌকাটিতে গুলিবিদ্ধ একজন রোহিঙ্গা নারী ছিলেন৷ স্থানীয় সময় বিকেল ৪টার দিকে সেটিকে ঘাটে নিয়ে আসা হয়৷ নৌকাটি মিয়ানমার থেকে যাত্রা শুরু করেছিল৷’

নৌকাটি নিয়ে আসার পর বিজিবি জেটি থেকে সাংবাদিকসহ সাধারণ মানুষকে সরিয়ে দেয় বলে জানিয়েছেন রহমান৷

এদিকে, বৃহস্পতিবার বিকেল থেকেই নাফ নদীর অন্যপাশে মিয়ানমারের মংডুতে গোলাগুলির শব্দ পাওয়ার কথা জানাচ্ছিলেন টেকনাফের সাধারণ মানুষ৷ কখনো কখনো গোলার শব্দের পাশাপাশি ঘরবাড়ি কেঁপে ওঠার কথাও জানিয়েছেন তারা৷

শাহপরীর দ্বীপে ঝালমুড়ি বিক্রি করা মোহাম্মদ সেলিম বলেন, ‘গতপরশু সারাদিন শব্দ শুনেছি৷ আজকে আর গতকালকে থেমে থেমে শব্দ শুনছি৷ গুলির আওয়াজে আমার গাড়িটা কাঁপছে, মানুষ আতঙ্কে আসছে না৷’

মংডুতে চলছে ‘তীব্র সংঘর্ষ’

রোহিঙ্গাদের আন্তর্জাতিক সংগঠন ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহপ্রতিষ্ঠাতা নেই সান লুইন ডয়চে ভেলেকে জানান যে মংডুতে মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকার আর্মির তীব্র লড়াইয়ের মধ্যে আটকা পড়েছেন রোহিঙ্গারা৷

তিনি বলেন, ‘জান্তা বাহিনী লড়াইয়ে ক্রমশ হারছে৷ আর রোহিঙ্গারা জীবন বাঁচাতে ছোটাছুটি করছে৷ অন্যদিকে আরাকান আর্মি পুরো অঞ্চল দখলের চেষ্টা চালাচ্ছে৷’

লুইন জানান, যুদ্ধে নিজেদের টিকিয়ে রাখতে মংডুতে ধারাবাহিকভাবে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী৷ তা সত্ত্বেও কিছু ঘাঁটি দখল করে নিয়েছে আরাকান আর্মি৷

তিনি বলেন, ‘যুদ্ধে পশ্চাৎপসারনরত জান্তা বাহিনী রোহিঙ্গা তরুণদেরকে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করতে নিয়োগ দিতে চাচ্ছে৷ এটা আরেকটি উদ্বেগের ব্যাপার কারণ এরফলে দুটি বড় সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি হতে পারে৷ রোহিঙ্গারা এই সংঘাতে অংশ নিতে চায় না৷’

রাখাইনে সংঘাতে রোহিঙ্গাদের ভূমিকা কী?

উল্লেখ্য, ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বর্তমানে বাংলাদেশে অবস্থান করলেও রাখাইন রাজ্যে এখনো ছয়লাখের মতো রোহিঙ্গা রয়ে গেছেন৷ তাদের মধ্যে দুই লাখ সত্তর হাজারের মতো রোহিঙ্গা বুথিডাং এবং মংডুতে অবস্থান করছেন৷

তবে রাখাইনে চলমান সংঘাতের কারণে রোহিঙ্গারা শিগগিরই আবারো বড় আকারে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করবেন বলে মনে করছেন না নেই সান লুইন৷ তিনি বলেন, ‘মংডু হাসপাতালে চিকিৎসকের অভাবের কারণে যাদের চিকিৎসা প্রয়োজন শুধুমাত্র তারাই পালিয়ে বাংলাদেশে যেতে চাচ্ছেন৷’

জান্তা বাহিনী আরাকান আর্মির পাশাপাশি রোহিঙ্গা গ্রামগুলোতেও অভিযোগ চালাচ্ছে অভিযোগ করে লুইন বলেন, ‘বেসামরিক মানুষরা যদি কোথাও নিরাপত্তা না পান, তাহলে শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশে পালানোর চেষ্টা করতে পারেন৷’

শনিবার শাহপরী দ্বীপে রোহিঙ্গা নৌকা ভেড়ার বিষয়ে জানতে বিজিবির সাথে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি৷

  • কক্সবাজারের অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।