পাঠাও কুরিয়ার সার্ভিসে ইয়াবা পাচার, আটক ৩ - Southeast Asia Journal

পাঠাও কুরিয়ার সার্ভিসে ইয়াবা পাচার, আটক ৩

পাঠাও কুরিয়ার সার্ভিসে ইয়াবা পাচার, আটক ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ৩ জন কারবারীকে আটক করেছে বিজিবি। এ সময় কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টার দিকে রামু ৩০ বিজিবি কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত করে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

৩০ বিজিবি সূত্রে জানা যায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে টেকনাফ হতে চট্টগ্রামগামী পাঠাও কুরিয়ার সার্ভিসের ১টি কাভার্ডভ্যানে করে ইয়াবা পাচার করা হচ্ছে। ওই সূত্র ধরে মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। চেকপোস্টে ওই কাভার্ডভ্যান পৌঁছালে বিজিবি থামানোর জন্য সংকেত দেয়। বিজিবির পক্ষ থেকে কাভার্ডভ্যানটিতে ইয়াবা রয়েছে সন্দেহ করা হলে পাচারকারীরা তা অস্বীকার করে। পরবর্তীতে বিজিবি তল্লাশি করে কাভার্ডভ্যানে থাকা পার্সেলের মধ্যে কৌশলে লুকায়িত অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় কুমিল্লা জেলার নাঙ্গলকুট থানার বকশগঞ্জ কুকখালী গ্রামের আলা উদ্দিন ছেলে ওই কাভার্ডভ্যানের চালক মাসুদ রানা (৩৪), গাইবান্ধা জেলার শাখাটা থানার ডাকবাংলা পটল পবণ তাহির এলাকার জাহিদুল ইসলামের ছেলে জামিল আহম্মেদ (২০) ও চকরিয়া থানার কৈয়ারবিল এলাকার মুমিনুল হকের ছেলে রাহাত সরোয়ার (১৯) কে আটক করা হয়। তল্লাশি চলাকালে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

  • কক্সবাজারের অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।