খাগড়াছড়িতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিজিবি মানবিক সহায়তা প্রদান
নিউজ ডেস্ক
সীমান্ত সুরক্ষার পাশাপাশি খাগড়াছড়ির রামগড় ও এর পাশ্ববর্তী এলাকার জনসাধারনের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা-চিকিৎসাসহ মানবতার সেবায় সুদীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রামগড় জোন।
এরই ধারাবাহিকতায় মানবিক সেবার অংশ হিসেবে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোন কর্তৃক স্থানীয় গরীব ও দুঃস্থ উপজাতি এবং বাঙ্গালী ব্যক্তিবর্গের মাঝে শীতবস্ত্র, শাড়ী, আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান করা হরা হয়েছে।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রামগড় জোন কর্তৃক নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রামগড় উপজেলায় বসবাসরত উপজাতি এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থ্ ১১১ জনের মাঝে শীতবস্ত্র, ২০টি শাড়ী এবং ১১ জন দুঃস্থ ব্যক্তিবর্গকে আর্থিক ও চিকিৎসা সহায়তা বাবদ সাতাত্তর হাজার টাকা প্রদান করা হয়েছে।
রামগড় জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ ইমাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব মানবিক সহায়তা তুলে দেন।
মানবিক সহায়তা বিতরণকালে প্রধান অতিথি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্যবাসীর শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ৪৩ বিজিবি (রামগড় জোন) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে এসব সহায়তান প্রদান করা হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে।
এসময় রামগড় জোনের সহকারী পরিচালক রাজু আহমেদসহ বিজিবির পদস্থ কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।