পণ্যবোঝাই ট্রাক পুড়িয়ে দিলো পাহাড়ের দুর্বৃত্তরা - Southeast Asia Journal

পণ্যবোঝাই ট্রাক পুড়িয়ে দিলো পাহাড়ের দুর্বৃত্তরা

পণ্যবোঝাই ট্রাক পুড়িয়ে দিলো পাহাড়ের দুর্বৃত্তরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের থানচিতে সীমান্ত সড়ক নির্মাণের সামগ্রীবোঝাই একটি ট্রা‌ক পুড়িয়ে দিয়েছে পাহাড়ি এলাকার দুর্বৃত্তরা। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন জানান, রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে থানচির বাকলাই সীমান্ত সড়কের ১১ কিলো এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সীমান্ত সড়ক নির্মাণের পণ্যবোঝাই একটি ডাম্পার ট্রাকে আগুন দেয় সন্ত্রাসীরা। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তারা।

থানচি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, ট্রাকে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

থানচি থানার ওসি বলেন, ‘এই ঘটনা কেএনএফ সদস্যরা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।’

  • পার্বত্য চট্টগ্রামের অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।