ইউপিডিএফের গুলিতে বাঙালি ব্যবসায়ী আহত, খাগড়াছড়িতে নাগরিক পরিষদের মানববন্ধন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কর্তৃক ব্যবসায়ী নাসিরের উপর অতর্কিত গুলিবর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।
বুধবার (২১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের চেঙ্গী স্কোয়ারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আবু তাহের পৌর কাউন্সিলার ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা কাউন্সিলর আব্দুল মজিদ, ইঞ্জিনিয়ার মো. লোকমান, আসাদ উল্লাহ, মোঃ লোকমান প্রমুখ।
বক্তারা ৩৬ হাজার বাঙালির হত্যাকারী সন্তু লারমাসহ পাহাড়ের সকল সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান। অন্যথায় পাহাড়ের শান্তিকামি সকল নাগরিককে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
এর আগে, গত সোমবার সন্ধ্যায় জেলার পানছড়ি উপজেলার মরাটিলা নামক স্থানে ইউপিডিএফের উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা মো. নাসিরের উপর গুলি চালায়। গুরুতর আহত নাছির বর্তমানে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।