বান্দরবান সেনা রিজিয়ন প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
বান্দরবানের প্রথমবারের মতো সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত রিজিয়ন প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) সেনা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধায়নে সেনা জোনের মাঠে রিজিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ সমাপনী অনুষ্ঠিত হয়।
সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মিজবাউল ইসলাম ফুয়াদের সঞ্চালনায় টুর্নামেন্টের সমাপনী খেলায় জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ দলকে ৫ রানে পরাজিত করে বিজয়ী হয় জেলা পুলিশ দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং।
এসময় ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড.গোলাম মহিউদ্দিন আহম্মেদ, শাখা ডিজিএফআই এর কর্ণেল জিএস মোহাম্মদ আসাদুল্যাহ জামশেদ, সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল এএসএম মাহমুদুল হাসান, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন,পৌর মেয়র মোঃ সামশুল ইসলামসহ ১২টি দলের সমন্বয়করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রিজিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এ সর্বমোট ১২টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো বান্দরবান সেনা রিজিয়ন দল, সেনা জোন দল, জেলা প্রশাসন দল, পানি উন্নয়ন বোর্ড দল, এলজিইডি দল, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ দল, বিচার বিভাগ দল, স্বাস্থ্য বিভাগ দল, জেলা পরিষদ দল, জেলা পুলিশ দল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দল ও পৌরসভা দল।