রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কালেক্টর নিহত - Southeast Asia Journal

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কালেক্টর নিহত

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কালেক্টর নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়িতে প্রসীত খীসার নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ এর অন্যতম প্রধান চাঁদা কালেক্টর সোগা ওরফে নিপুন চাকমাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের অস্ত্রধারী উপজাতি সন্ত্রাসীরা।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার সময় বাঘাইছড়ি উপজেলাধীন ৩৫নং বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর বনবিহার এলাকায় এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে। এই ঘটনায় ইউপিডিএফ এর অপর সহকারী কালেক্টর সোহেল চাকমাও গুলিতে আহত হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল জানিয়েছেন, আমরা ঘটনাটি শুনেছি এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কে বা কাহারা এই সশস্ত্র হামলার ঘটনা ঘটিয়েছে এই মুহুর্তে সেটি আমরা নিশ্চিত হতে পারিনি।

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কালেক্টর নিহত

স্থানীয় সূত্র জানিয়েছে, বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর বনবিহার নামক এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন নিপুন চাকমা ও তার সহকর্মী সোহেল চাকমা। বিষয়টি আগে থেকেই জেনে যায় ইউপিডিএফ এর প্রতিপক্ষ সন্তু লারমার নেতৃত্বাধীন আঞ্চলিক সংগঠন জেএসএস। পরবর্তীতে রাতের অন্ধকারে সশস্ত্র হামলা চালিয়ে নিপুণ চাকমাকে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করা হয়।

এই ঘটনায় সোহেল চাকমা পায়ে গুলিবিদ্ধ হলেও পালিয়ে প্রাণে রক্ষা পায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে ভূয়াছড়ির অজ্ঞাত স্থানের দিকে নিয়ে গেছে বলে জানা গেছে।

এদিকে, ইউপিডিএফ এই হত্যাকান্ডের জন্য জেএসএস সন্তু লারমা গ্রুপকে দায়ি করলেওএই হত্যাকান্ডের দায় অস্বীকার করেছে জেএসএস।

  • পার্বত্য চট্টগ্রামের অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।