মাছ ধরার অভিযোগে ৫ বাংলাদেশিকে জেলেকে আটক করল বিএসএফ
![]()
নিউজ ডেস্ক
শনিবার সকালে সুন্দরবনের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাছ ধরার অভিযোগে পাঁচজন বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
তাদের কাছ থেকে আইইউসিএন (প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন) রেড লিস্টে ‘গুরুতর বিপদাপন্ন’ বলে চিহ্নিত কয়েকটি গিটার মাছ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
আটককৃত জেলেদের নাম হচ্ছে মো. জামাল, মো. গোলাম রব্বী, মো. ইয়াসিন খান, মো. মাসুম বিল্লা ও মো. হোসেন।
জানা গেছে, আটককৃত জেলেদের কাছ থেকে দুই প্রজাতির গিটার মাছ উদ্ধার করা হয়েছে। তবে, এদের মধ্যে কোনটিই বিলুপ্তির পথে এগিয়ে যাওয়া প্রজাতির অন্তর্ভুক্ত নয়।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের একজন জীববিজ্ঞানী ড. রাহুল রায় বলেন, ‘সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় গিটার মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের অবৈধ শিকার বন্ধ না করলে সুন্দরবনের ভারসাম্য নষ্ট হতে পারে।’