ভারতীয় বিমান বাহিনী প্রধান কর্তৃক সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এর সাথে সৌজন্য সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল ভি আর চৌধুরী এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল ২৭ ফেব্রুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এর সাথে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতে উভয় দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণ নিজেদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া উভয়ে, বাংলাদেশ এবং ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক চলমান সহযোগিতা ও সুসম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ প্রেক্ষিতে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার যৌথ সামরিক প্রশিক্ষণ এবং যৌথ সামরিক মহড়া আয়োজনের বিষয়ে পারস্পরিক আলোচনা অনুষ্ঠিত হয়। ভারতীয় বিমান বাহিনী প্রধানের এ সফরে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান এর আমন্ত্রণে তিন দিনের শুভেচ্ছা সফরে ঢাকায় এসেছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান।