জান্তার সবশেষ বড় ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়ার দাবি আরাকান আর্মির

নিউজ ডেস্ক
এবার মিয়ানমার সরকারের সবশেষ বড় ঘাঁটিটির নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে আরাকান আর্মি জানায়, তারা মিনবিয়া শহরের জান্তা বাহিনীর একটি সামরিক প্রশিক্ষণ স্কুল ঘাঁটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরাবতী বলেছে, ১০ দিন ধরে ব্যাপক যুদ্ধের পর রাখাইন রাজ্যের মিনবিয়া শহরের ওই ঘাঁটিটি দখল করে আরাকান আর্মি।
আরাকান (ইয়োমা) পর্বতমালার পাদদেশে অবস্থিত এই ঘাঁটিটির সুরক্ষার জন্য এর চারপাশে ১২টিরও বেশি ঘাঁটি এবং ফাঁড়ি দিয়ে ঘেরা ছিল। গত ১৭ ফেব্রুয়ারি এই ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা। জান্তা সরকারের অনবরত গোলা ও বিমান হামলার পরও সোমবার (২৬ ফেব্রুয়ারি) পুরো ভবনটি দখল করে নেয় তারা।
বিবৃতিতে আরও জানানো হয়, মিয়ানমার সেনাবাহিনীর অনেক সদস্যের মৃতদেহের পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদের একটি বড় মজুত জব্দ করেছে আরাকান আর্মি । বিবৃতি অনুসারে, ১০ দিনের যুদ্ধে তাদের নিজেদেরও কয়েকজন সৈন্য প্রাণ হারিয়েছেন।
আরাকান আর্মি মিনবিয়া শহরের বাইরে তিনটি জান্তা ঘাঁটি দখলের পর মিনবিয়ার নিয়ন্ত্রণও নিয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
মিনবিয়ার শেষ ঘাঁটিটি বিদ্রোহী গোষ্ঠীর দখলে নেয়ার পর মঙ্গলবার মিন ফু গ্রামের একটি হাসপাতালে বেসামরিকদের লক্ষ্য করে বোমা হামলা চালায় জান্তা বাহিনী। এতে বেশ কয়েকজন রোগী ও স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হন। এরমধ্যে মিয়ানমার সেনাবাহিনীর পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন। বোমার আঘাতে বেশ কয়েকটি ভবনও ধ্বংস হয়।
মিনবিয়ার থায় কান গ্রামের একটি স্কুলে আশ্রয় নেয়া বেসামরিকদের লক্ষ্য করে জান্তা বাহিনীর হামলায় অন্তত ২৫ জন আহত হন।