কেএনএফের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কমিটির দ্বিতীয় দফা বৈঠক আজ - Southeast Asia Journal

কেএনএফের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কমিটির দ্বিতীয় দফা বৈঠক আজ

কেএনএফের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কমিটির দ্বিতীয় দফা বৈঠক আজ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে শান্তি প্রতিষ্ঠা কমিটির সঙ্গে পার্বত্য চট্টগ্রামের নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দ্বিতীয় দফায় সশরীর বৈঠক অনুষ্ঠিত হবে আজ।

গতকাল সোমবার (৪ মার্চ) কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তথ্য ও গোয়েন্দা শাখার সচিব কর্নেল সলোমনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে জানানো হয়, বান্দরবানের রুমা উপজেলার বেথেল গ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ (৫ মার্চ) বাংলাদেশ সরকার এবং কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শান্তি প্রতিষ্ঠা কমিটির সঙ্গে এ বৈঠকে কেএনএফের পক্ষে সংগঠটির কেন্দ্রীয় কমিটির নেতারা অংশ নেবেন।

এর আগে, গতবছর ৫ নভেম্বর সকালে প্রথম দফায় বান্দরবানের রুমা উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে মুনলাইপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে টানা কয়েক ঘণ্টা ধরে শান্তি প্রতিষ্ঠা কমিটির সঙ্গে কেএনএফের বৈঠক চলে।

ওই বৈঠকে শান্তি প্রতিষ্ঠার কমিটির সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, মুখ্যপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, শাহ আলম ও কেএনএফের তিনজন সহ-সভাপতিসহ ১০ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।