রাঙামাটিতে সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছে সেনাবাহিনীর লংগদু জোন।
মঙ্গলবার (৫ মার্চ) লংগদু জোন কর্তৃক এলাকার ২ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা এবং মাইনীমুখ জালিয়া পাড়াতে, শ্রী শ্রী শিব চতুর্দশী উপলক্ষ্যে মহাতি ধর্মসভা, অষ্টপ্রহর ও মহোৎসব উদ্যাপন উপলক্ষ্যে লংগদু জোন সদরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
জোন অধিনায়ক লেঃ কর্নেল হিমেল মিয়া উপকারভোগীদের হাতে এসব অনুদান তুলে দেন।
উপকারভোগী দুই শিক্ষার্থীর মধ্যে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী -২০২৩ সালে লেংগদু সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস -এ চান্স পাওয়া পারভিন আক্তার কে নগদ ১০ হাজার টাকা, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র -২০২৩ সালে একই কলেজে- বিডিএস -এ চান্স পাওয়া মো. রাশেদ আলমকে নগদ ৭ হাজার টাকা প্রদান করেন জোন অধিনায়ক।
একই সাথে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে শ্রী শ্রী শিব মন্দিরের পক্ষে কৃষ্ণপদ দাশ কমেটির সাধারণ সম্পাদক, জালিয়া পাড়াতে, শ্রী শ্রী শিব চতুর্দশী উপলক্ষ্যে মহাতি ধর্মসভা, অষ্টপ্রহর ও মহোৎসব উদ্যাপন উপলক্ষ্যে আর্থিক অনুদান বাবদ (৫ হাজার টাকা প্রদান করা হয়।
সেনাবাহিনী জানায়, শিক্ষার মানোন্নয়ন এবং দুর্গম এলাকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিভিন্ন শিক্ষা মূলক কার্যক্রম করে যাচ্ছে লংগদু জোন, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।